তাড়াশে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

- আপডেট সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৩৩০ বার পড়া হয়েছে

তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন ” দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন – তামাক কোম্পানি বেপরোয়া ” শীর্ষক সংবাদ সম্মেলন ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সোহেল রানা। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
বেসরকারী সংগঠন পরিবর্তন’র আয়োজনে সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন পরিবর্তনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সালাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, রিপোর্টাস ইউনিটের সভাপতি এম মামুন হোসাইন, পৌর কাউন্সিলর রোকসানা পারভীন, সাংবাদিক শফিউল হক, মো. রফিকুল ইসলাম, মহসীন আলী, আব্দুল বারীক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, ১৮ বছরের নিচে কারো নিকট সিগারেট বিক্রয় নিষিদ্ধ এবং বিক্রেতাও না বানানো,যত্রতত্র তামাকজাত দ্রব্য বিক্রয় না করতে পারে সেই জন্য তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য অনুমোদন বা লাইসেন্স গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে আইন উন্নয়ন ও সংশোধন জরুরী বলে মন্তব্য করেন। পাশাপাশি তামাক সেবনে ক্যান্সার, হৃদরোগ, স্টোকসহ নানা রোগ ও তামাকের কুফল তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।