তাড়াশে ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দুই মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতী খাতুন (১৮) নামের এক নববধূ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশরাফ আলী।
জান্নাতী ওই গ্রামের মো. আশিকের স্ত্রী এবং একই উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
নিহত নববধূর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত মে মাসের শেষের দিকে জান্নাতির সঙ্গে বাঁশবাড়িয়া গ্রামের আলম হোসেনের ছেলে আশিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারের কাজ নিয়ে জান্নাতির সঙ্গে শশুর-শাশুড়ির বিরোধ চলছিল।
বুধবার রাতে শশুর-শাশুড়ি তাকে গালিগালাজ করেন। এ কারণে রাতে খাবার না খেয়েই জান্নাতি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে আশিক বাড়ির বাইরে গেলে জান্নাতী ঘরের ডন্নার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘরের মধ্যে মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো, শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।