তাড়াশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিস্কার
- আপডেট সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৪০৭ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাড়াশ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কারণে জেলা আওয়ামী লীগ এর নির্দেশক্রমে মো. বাবুল শেখ ও মো. আল আমিন হোসেনকে আওয়ামী লীগ দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
আওয়ামীলীগ তাড়াশ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ২/৭/২০২৩ তারিখে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগসহ তাড়াশ উপজেলা আওয়ামী লীগ এর যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে গঠনতন্ত্রের বিধি ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. বাবুল শেখ ও মো. আল আমিন হোসেনকে আওয়ামী লীগ এর পদ পদবী ও সাধারণ সদস্য পদ হতে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও অবগত উল্লেখ করা হয়েছে যে, দলের বহিস্কৃত ব্যক্তির সাথে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী যোগাযোগ করিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই তাড়াশ পৌর সভায় প্রথম বারের মত ভোট অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সম্পূর্ন ইভিএম পদ্ধিতে এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুল আলম।