সংবাদ শিরোনাম ::
তাড়াশে নাশকতার অভিযোগে ৩ জামায়াত নেতা গ্রেফতার
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৩৭৯ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামী আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। শনিবার (২৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের মৃত বায়েজিদ আলী খন্দকারের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সাকলাইন খন্দকার (৫৫), মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত আজিজ প্রামানিকের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী (৪৮) ও উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫)।
তাড়াশ থানার (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নাশকতার মামলায় রাতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীরসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।