সংবাদ শিরোনাম ::
তাড়াশে পৌর সভা নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় ও প্রতীক বরাদ্দ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পৌর সভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন।
এ উপলক্ষে পৌর সভা নির্বাচনে সকল প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজপগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) নূরে টতাসমিন উর্মি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমূখ। পরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিল পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হয়।