তাড়াশে প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যদের সাথে ব্রিগেডিয়ার মানিকের মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা তাড়াশ উপজেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক।
রবিবার সকালে তাড়াশস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. ছাবেদ আলী। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক বলেন, জননেত্রী শেখ হাসিনা চান ভাল মানুষ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর্নীতিবাজ নেতাদের স্থান নেই। তিনি ত্যাগী, দেশপ্রেমী নেতাদের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। আওয়ামী লীগ দলীয় মনোনয়নের ক্ষেত্রে সব ধরণের যোগ্যতা আমার মধ্যে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আমি শতভাগ আশা বাদী ইনশাল্লাহ।
এ সময অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন সৈনিক সংস্থা তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, প্রাক্তন সৈনিক মো. তরিকুল ইসলাম, মো. আতাউর রহমান, তাড়াশ উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক মাসুদ, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম শহিদ, বারুহাঁস ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু প্রমুখ। পরে তিনি বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা তাড়াশ উপজেলা শাখার কার্যালয়ে একটি আম গাছের চারা রোপন করেন।