তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মন্টু চন্দ্র মৈত্রী (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। অার এ ঘটনায় প্রতিবেশি নুরুল ইসলাম জম্বু (৫০), আব্দুল লতিফ, আব্দুর হামিদ, আব্দুল রাজ্জাক-সহ তার লোকজন হামলা চালিয়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করেন।
গত শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মন্টু চন্দ্র মৈত্রী বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসী মন্টু চন্দ্র মৈত্রী নওগাঁ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মন্টু চন্দ্র মৈত্রীর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরুল ইসলাম জম্বুর বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। মন্টু চন্দ্র মৈত্রী একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও সরকারি খাস জায়গায় বসতবাড়ি করে আছেন। এর সূত্র ধরে ঘটনার দিন দুপুরে নুরুল ইসলাম জম্বু তার লোকজন নিয়ে ওই জায়গা থেকে জোরপূর্বক ওই মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর করে বাড়ি থেকে বের করার চেষ্টা করেন। এ সময় মন্টু চন্দ্র মৈত্রী বাঁধা দিতে গেলে নুরুল ইসলাম জম্মু ও তার লোকজন তাঁকে মারপিট করে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। বতর্মানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে নুরুল ইসলাম জম্মু বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাকে মারধর করিনি। বরং তিনি আমাদের মারধর করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন , বীর মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্তে করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।