তাড়াশে বিএনপি- জামায়াতের দূর্নীতি, নৈরাজ্য ও হরতাল অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি- জামায়াত ও সমমনা দল গুলোর ডাকা হরতাল অবরোধ কর্মসূচির, দূর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী রুবেল।
রবিবার বিকেল তাড়াশ উপজেলার মহিষলুটি ও খালকুলা সংলগ্ন বিশ্ব রোডে ওই হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেন অাগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিরাজগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিকের পক্ষে দলীয় নেতা-কর্মী ও তার কর্মী সমর্থকরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক মো. আছাব আলী কিরণ, সদস্য মো. ইয়ার আলী, সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট ছাবেদ অালী, সাবেক ওয়ারেন্ট অফিসার মো. অাতাউর রহমান, বারুহাস ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কাদের দুলাল, ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু, সাবেক কাউন্সিলর মো. বকুল হোসেন, সাবেক সেনা সদস্য আলা উদ্দিনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাধারণ জন সাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।