তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই

- আপডেট সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৩৯৩ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক।
শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী গ্রামের মো. আবু হানিফের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ
অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে ।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ঘরের কোনায় আগুন দেখতে পেয়ে পরিবারের সবাই চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে আগুন লাগার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কৃষকের বসতঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার, আসবাবপত্র, ইলেট্রনিক্স সামগ্রী, পোশাক পরিচ্ছেদসহ প্রায় সাড় তিন লাখ টাকা মূল্যের সম্পদ অাগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে রয়েছেন।
এ দিকে অগ্নিকান্ডে খবর পেয়ে বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।