তাড়াশে মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৩২২ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মহিলা ডিগ্রি কলেজে ২০২৩ – ২০২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ জেনারেল ও বিএম শ্রেনীতে ভর্তিকৃত ছাত্রীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ হলরুমে অধ্যক্ষ মো. জাফর ইকবালের সভাপতিত্বে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. খালিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম।
বক্তব্য রাখেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ মো. শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক মো. আব্দুল হাকিম, মো. দেলোয়ার হোসেন, অাব্দুল মালেক, অাব্দুল অাজিজ, এনামুল হক টিন্টু, প্রভাষক ফিরোজা ইয়াসমিন, মাহমুদা মোস্তারিন পারুল, মোক্তার হোসেন প্রমুখ। ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে ID কার্ড, ফ্রেন্ডশীপ ডায়েরী, গেঞ্জি (স্মৃতিতে অম্লান), ফোল্ডার, ডায়েরী কলেজের পক্ষ থেকে বিতরণ করা হয়।