তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাউল বিতরণ
- আপডেট সময় : ০৬:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৩৪৪ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে জিআর চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলা হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এ সময় তিনি সকলের উদ্দ্যেশে বলেন,সনাতন ধর্মের মহা উৎসব শারদীয় দূর্গা পূঁজা। ধর্ম যার যার আনন্দ সবার মাথায় রেখে শারদীয় দূর্গা উৎসব পালন করার অনুরোধ জানান। এছাড়াও পূঁজা মন্ডপে সুষ্ঠ পরিবেশ ও পবিত্রতা বজায় রাখা দায়িত্ব আমাদের সকলের। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও দলের নেতা কর্মীদের চোখ কান খোলা রাখার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লথিফ, তাড়াশ উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, সাধারন সম্পাদক আনন্দ ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, তাড়াশ কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি মৃনাল সরকার মিলুসহ উপজেলার সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকগন।
সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজের হাত থেকে উপজেলার কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি সৃনাল সরকার মিলু জিআর চাউলের ডিও তুলে নেওয়ার মধ্য দিয়ে ৪৫টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক গন প্রতি পূঁজা মন্ডপের জন্য বরাদ্দকৃত ৫শ কেজি করে জিআর চাউলের ডিও গ্রহন করেন।