তাড়াশে সরকারী জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারী জাযগা দখল করে ব্রিজের মুখে স্থায়ী ভাবে পাকা ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
এ দিকে বাজার সংলগ্ন হওয়ায় সরকারি সম্পদ দিনের-পর-দিন দখল করে মার্কেট ও ঘর বাড়ি নির্মাণ করছে এলাকার প্রভাবশালীরা।
এতে ওই এলাকায় কোন ধরনের উচ্ছেদ অভিযান না করা জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ উদাসীনতার কারণে এক শ্রেণীর লোক ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে সরকারি সম্পদ দিনের পর দিন দখল করে নিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের বারুহাঁস- রানীর হাট আঞ্চলিক রাস্তা সংলগ্ন তালম নগরপাড়ার আইয়ুব বাজারে।
এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই গ্রামের মো. জাহিদুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম নগর পাড়ায় নগর পাড়ার আইয়ুব বাজারের পাশে ব্রিজের মূখে অবৈধ ভাবে স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর অালম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েে সরকারি সম্পত্তি দখল করে পাকা ঘর বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এ দিকে সরকারি সম্পত্তি দখল করায় খবর পেয়ে তাড়াশ থানার এসঅাই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাধা দিয়েও তারা পুলিশের কথা না শুনে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে এলাকার জনগণ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মো আব্দুল খালেক- এর শরণাপন্ন হলে চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ করে দেন।
অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন বলেন, আমি প্রায় ৩০ বছর ধরে ওই খাস জায়গায় বসবাস করছি। আমার এ জায়গা টুকু ছাড়া কোথাও যামওয়ার জায়গা নাই। আমি নিরুপায়।
স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, জাহাঙ্গীর অনেক দিন থেকে ওই জায়গায় বসবাস করে করে আসছে। এ জায়গা ছাড়া তার আর কোন থাকার জায়গা কিংবা জমিজমা নেই।
এ ব্যাপারে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারী জায়গায় নির্মাণধীন ঘর সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) কে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরে তাসমিন উর্মি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।