ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াশে হাট-বাজারে পাটের সরবরাহ বাড়ছেঃ ভাল দাম পেয়ে কৃষক খুশি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ৩৭৫ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম , তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে হাটে বাজারে নতুন পাট সরবরাহ বাড়ার সাথে বেচা- কেনাও শুরু হয়েছে। এবার কৃষক পাটের ভাল দাম পেয়ে বেজায় খুশি।
চলতি মৌসুমে উপজেলায় রবি-১, মহারাষ্ট্র, বঙ্গবীর, সম্রাট, তোষা ও দেশি জাতের পাট চাষ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর তাড়াশ উপজেলায় একটি পৌরসভা ও আটি ইউনিয়নে প্রায় ৭৪৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার ১৫০ হেক্টর জমিতে বেশি পাট চাষ হয়েছে।

উপজেলার বৃহত্তর হাট নওগাঁ বাজার, রানীরহাট বাজার, গুলটা বাজার, বারুহাস বাজার, নাদোসৈয়দপুর বাজারের হাট ঘুরে দেখা গেছে, এ সকল হাট-বাজারে ইতিমধ্যেই প্রচুর নতুন পাটের উঠতে শুরু করেছে। বাজারে পাটের দাম ভাল পাওয়ায় কৃষকেরা অনেকটাই খুশি।

এ বছর নতুন প্রতি মন তোষা পাট বিক্রি হচ্ছে ২৮শ’ থেকে ৩ হাজার টাকা দরে। আবার দেশি জাতের পাট প্রতি মন ২২শ’ থেকে ২৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এই অর্থকরী ফসল বিক্রি করে কৃষক নগদ অর্থ ঘুরে তুলতে পারছেন। তবে এবার চরাঞ্চলে পাটের ফসল ভাল হয়েছে।
এ বিষয়ে শ্যামপুর গ্রামের আলতাফ হোসেন, হামকুড়িয়া গ্রামের মোজ্জামেল হক, ঘর গ্রামের সেলিস রেজা, বারুহাস গ্রামের আমিরুল ইসলাম ও শাকিল বলেন, চলতি মৌসুমের প্রথম দিকে পানি সংকটের কারণে পাট জাগ দেওয়ার কিছুটা সমস্যা হলেও বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে পাট জাগ দেওয়ার আর সমস্যা নেই। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মন পাট উৎপন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দল্লাহ আল মামুন বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর পাটের ভাল ফলন হয়েছে। তাছাড়া পাটের দামও ভাল পাচ্ছে কৃষক। তাই প্রতিবছর এই ফসলের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাড়াশে হাট-বাজারে পাটের সরবরাহ বাড়ছেঃ ভাল দাম পেয়ে কৃষক খুশি

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

 

রফিকুল ইসলাম , তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে হাটে বাজারে নতুন পাট সরবরাহ বাড়ার সাথে বেচা- কেনাও শুরু হয়েছে। এবার কৃষক পাটের ভাল দাম পেয়ে বেজায় খুশি।
চলতি মৌসুমে উপজেলায় রবি-১, মহারাষ্ট্র, বঙ্গবীর, সম্রাট, তোষা ও দেশি জাতের পাট চাষ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর তাড়াশ উপজেলায় একটি পৌরসভা ও আটি ইউনিয়নে প্রায় ৭৪৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার ১৫০ হেক্টর জমিতে বেশি পাট চাষ হয়েছে।

উপজেলার বৃহত্তর হাট নওগাঁ বাজার, রানীরহাট বাজার, গুলটা বাজার, বারুহাস বাজার, নাদোসৈয়দপুর বাজারের হাট ঘুরে দেখা গেছে, এ সকল হাট-বাজারে ইতিমধ্যেই প্রচুর নতুন পাটের উঠতে শুরু করেছে। বাজারে পাটের দাম ভাল পাওয়ায় কৃষকেরা অনেকটাই খুশি।

এ বছর নতুন প্রতি মন তোষা পাট বিক্রি হচ্ছে ২৮শ’ থেকে ৩ হাজার টাকা দরে। আবার দেশি জাতের পাট প্রতি মন ২২শ’ থেকে ২৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এই অর্থকরী ফসল বিক্রি করে কৃষক নগদ অর্থ ঘুরে তুলতে পারছেন। তবে এবার চরাঞ্চলে পাটের ফসল ভাল হয়েছে।
এ বিষয়ে শ্যামপুর গ্রামের আলতাফ হোসেন, হামকুড়িয়া গ্রামের মোজ্জামেল হক, ঘর গ্রামের সেলিস রেজা, বারুহাস গ্রামের আমিরুল ইসলাম ও শাকিল বলেন, চলতি মৌসুমের প্রথম দিকে পানি সংকটের কারণে পাট জাগ দেওয়ার কিছুটা সমস্যা হলেও বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে পাট জাগ দেওয়ার আর সমস্যা নেই। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মন পাট উৎপন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দল্লাহ আল মামুন বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর পাটের ভাল ফলন হয়েছে। তাছাড়া পাটের দামও ভাল পাচ্ছে কৃষক। তাই প্রতিবছর এই ফসলের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।