তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে র্যাব ১২ প্রেস বিফ্রিং
- আপডেট সময় : ০৬:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেছেন র্যাব- ১২।
বৃহস্পতিবার সকালে তাড়াশ পৌর সদরের পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকায় ওই প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে ওই প্রেস বিফ্রিংয়ের আয়োজন করেন র্যাব ১২।
র্যাব ১২’ র স্কোয়াড্রন লীডার ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ইলিয়াস খান বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে র্যাব ১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপি’র দিকনির্দেশনায় নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবে র্যাব – ১২।
নির্বাচনের পূর্ববর্তী আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার কৌশল হিসেবে পৌরসভা এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আগামী ১৫ জুলাই থেকে নির্বাচনের পরের দিন ১৮ জুলাই পর্যন্ত নির্বাচনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের মোবাইল স্টাইকিং ফোর্স সাদা পোশাকে ও গোয়েন্দা সদস্যগন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন।
র্যাব ১২ সদর দফতরে র্যাবের স্পেশাল ফোর্স যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।
এছাড়াও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নির্বাচনী সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহারের ব্যাপারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও উদ্ধার অভিযান চলমান রয়েছে । সর্বপরি নির্বাচনকে সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য র্যাব – ১২ সদা প্রস্তুত রয়েছে ।