তাড়াশ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি আব্দুল আজিজের চা চক্র ও মত বিনিময়

- আপডেট সময় : ১২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজের চা চক্র ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় তাড়াশ প্রেসক্লাব হলরুমে প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ শামিউল হক শামীমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকগন সাড়ে চার বছরে এলাকার উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, গত সাড়ে চার বছরে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ বিহার, কবরস্থান, শ্মশান সকল স্থানের ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি আরোও বলেন, এলাকার সকলস্তরের মানুষের জন্য রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ল্যাব স্থাপনসহ অপারেশন চালু করেছেন। তাড়াশ উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৩৭ টি এবং রায়গঞ্জে ২৮ পাকা রাস্তার নির্মান করেছেন। ইতিমধ্যে তাড়াশ ও রায়গঞ্জে জন গুরুত্বপূর্ন আরোও ৪০টি রাস্তা টেন্ডারেরর প্রক্রিয়াধীন আছে। আগামী দু বছরের মধ্যে রায়গঞ্জ-তাড়াশের সকল রাস্তা পাকা করণ শেষ হবে। শিক্ষারমান উন্নয়নে ইতিমধ্যে রায়গঞ্জ ও তাড়াশের সকল প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। বেশ কিছু প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান হলেও আগামীতে সকল প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ও করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, চলনবিল উন্নয়ন প্রকল্পে পর্যটন জোন চালুর মাধ্যমে এলাকার হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন। এছাড়াও বেকার যুবকদের আইসিটি প্রশিক্ষনের মাধ্যমে ঘরে বসে আউট সোর্সিং এ আয়ের সুযোগ করার পরিকল্পনা নিয়েছেন।
মতবিনিময় সভায় অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ জানান, আগামী সংসদ নির্বাচনে আবারো রায়গঞ্জ-তাড়াশ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পাওয়ার শতভাগ প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠ ও মাইটিভি চলনবিল প্রতিনিধি সনাতন দাশ, দৈনিক করতোয়া পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি অধ্যাপক মেহেরুর ইসলাম বাদল, তাড়াশ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কালবেলা পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ হাদিউল হৃদয়, সাবেক সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি শফিউল হক বাবলু, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ট্রাইবুনাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, আমাদের সময় পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি অধ্যাপক সাব্বির আহম্মেদ, নয়াশতাব্দি পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ করিম ঝন্টু।