তারাগঞ্জে কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৩৫৪ বার পড়া হয়েছে
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
আঁধার পেরিয়ে- শীর্ষক স্লোগানের মধ্যদিয়ে, নবযাত্রার এক বছর অতিক্রম করলো- দৈনিক কালবেলা। কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠান সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও বর্ণিল সাজে স্বর্ণালি সন্ধ্যায় কেক কাটার মধ্যদিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
নবযাত্রায় পথচলার ১ বছর পূর্তি অনুষ্ঠানটি তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি লাতিফুল সাফি ডায়মণ্ডের উদ্যোগে ১৬ই অক্টোবর সন্ধ্যা ৭টায় ব্লু টাওয়ারে, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভা কক্ষে আয়োজন করা হয়।
আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা ও বিশেষ অতিথি অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ(পিপিএম) সহ স্থানীয় সাংবাদিক সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ শেখ এর সভাপত্বিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালবেলা প্রতিনিধি লাতিফুল সাফি ডায়মণ্ড।
পবিত্র কোরআন থেকে তেলয়াতের মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানটি শুরু হয়। তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া তাবাচ্ছুম আস্থা আয়াতুল কুরসী তেলওয়াত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন, কালবেলা বর্তমান বাংলাদেশ শীর্ষ স্থানের একটি পত্রিকা, তারাগঞ্জ প্রতিনিধি সহ কালবেলা পত্রিকায় সংশ্লিষ্ট সাংবাদিকগণের স্বচ্ছতা ও তারুণ্যের এক বিস্তর অভিযাত্রার প্রয়াস নিয়ে এগিয়ে থাকবে আপনাদের আগামীর পথচলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- “দৈনিক কালবেলা” পত্রিকা, এক বছরে এতো বেশি জনপ্রিয় ও জনমনে যে সারা ফেলেছে তা সত্যি প্রশংসনীয়। যুগের পর যুগ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় কালবেলা বেঁচে থাক সবার মাঝে এমন আশা ও মঙ্গল কামনা করেন। সভাপতির বক্তব্য ও কেক কাটার মধ্যদিয়ে কালবেলা নবযাত্রার ১ বছর অনুষ্ঠানটি শেষ করা হয়।