দলের ব্যাটারদের রান না পাওয়ার কারণ জানালেন টাইগার কোচ
- আপডেট সময় : ১২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ করেছে বাংলাদেশ দলের বোলাররা। সব জয়েই অবদান রেখেছেন বোলাররা। তবে দলের ব্যাটাররা ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখা করেছেন টাইগার এই কোচ।
ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন, ‘ভারতীয় দলে দেখুন, রিশভ পান্টের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে। কারণ এখানে খেলাটা পাওয়ারের। দিনশেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে। শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’
পোথাস অবশ্য পাওয়ার হিটিংয়ে জোর দেওয়ার কথা বললেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।’