দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশী মদ ও ০১টি মোটরসাইকেলসহ ০৩ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৩:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে

ইয়াছিন আলী খান সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাম্মদ আসলাম হোসেন ২২-০৭-২০২৩ খ্রিঃ দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক সাকিনস্থ কাঁচা রাস্তার উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। ইসমাইল হোসেন সিংবাদ (২৫), পিতা-মোঃ ছিদ্দেক আলী, ২। মোঃ রুবেল মিয়া (২৫), পিতা-মৃত লাল মিয়া, উভয় সাং-নোয়ারাই, ইসলামপুর, ৩। মোঃ মামুন মিয়া (২৩), পিতা-মোঃ জিয়াউল হক, সাং-নোয়ারাই, সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জদেরকে আটক করেন। আটককৃত আসামিদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১২ (বারো) বোতল Officer’s Choice মদ ও ০৮ (আট) বোতল Mc Dowell’s No1 মদসহ সর্ব মোট ২০ (বিশ) বোতল বেদেশী মদ এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।