নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফারাবীর উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন
- আপডেট সময় : ০৪:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারাবীর উদ্যোগে শোকাবহ আগষ্ট উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চলচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর।
উপাচার্য বলেন, প্রথাগত ছাত্ররাজনীতির বাইরে গিয়ে স্মার্ট ও বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা করার মাধ্যমেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো, জাতির পিতার আত্নার মরণ হলেও,বঙ্গবন্ধু বেচে থাকবে চিরকাল।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনীর আয়োজক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ফারাবী বলেন, বঙ্গবন্ধু শোষিত,বঞ্চিত,নিষ্পেষিত মানুষের উচ্চারিত মুক্তির কবিতা।আর এই কবিতার ধ্বনি- প্রতিধ্বনিত করাই হচ্ছে , চূড়ান্ত দেশপ্রেমের বহিঃপ্রকাশ।
জাতির পিতাকে হারানোর বেদনাবোধ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে।৭৫ এর খুনি চক্রের স্থায়ী বিনাশ নিশ্চিত করার লড়াই লড়তে হবে এবং এই লড়াইয়ে বাঙালিকে চূড়ান্তভাবে কলঙ্কমুক্ত করার দায় আমাদের তরুণছাত্রসমাজকে নিতে হবে। আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো।
চলচিত্র প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক , কর্মকতা-কর্মচারী, এবং নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।