নাবালিকা শিশু ধর্ষণ ও অপহরণ চক্রের মূলহোতা ধর্ষক আলমগীর হোসেন গ্রেফতার

- আপডেট সময় : ০৩:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৩৫৮ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পত্নীতলা থানা খিরসিন এলাকা হতে আজ ২৪ জুলাই রাত দেড়টায় নাবালিকা শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক নওগাঁ জেলার ধামুইরহাট থানার দেবীপুর গ্রামের মোঃ আজিজ ওরফে গাছার পুত্র মোঃ আলমগীর হোসেন (২৫)কে গ্রেফতার করে। র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গত ১৬ জুলাই রাতে ভিকটিমকে বাড়ীতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগ এর সহযোগিতায় নাবালিকা শিশুকে অপহরণ করে ধামুইরহাট থানার দেবীপুর গ্রামের রাস্তার পাশে আতোয়ার মন্ডলের জমির জংগলে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।এ ব্যাপারে গত ১৭ জুলাই ভিকটিমের বাবা মোঃ জয়নাল আবেদীন ধামুইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগ এর নামে অপহরণ ও ধর্ষণ এর একটি মামলা দায়ের করে।মামলা হওয়ার পর থেকেই র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আলমগীরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অদ্য রাতে পত্নীতলা থানার খিরসিন এলাকা হতে আসামী আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নীতলা থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।