নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ শুরু
- আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। ঘোষণা হয়ে গেছে ফলাফলও। এরই মধ্যে আজ (৮ জানুয়ারি) ভোর থেকে নির্বাচনি পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তায় কাজ করতে দেখা যায় সকাল থেকে। সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০, কাফরুল, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী এলাকায় রাস্তার ওপর ঝুলে থাকা ব্যানার-পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের ওপর থেকে ব্যানার-পোস্টারগুলো অপসারণ করতে কিছুটা বেগ পেতে হয় তাদের। সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না তারা। এর মধ্যে যেসব সড়কে ব্যানার, পোস্টার খোলা হয়েছে, সেগুলো ভ্যানে করে এসটিএসে নিয়ে যাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা।
মিরপুর ১০ এলাকায় ঢাকা-১১ আসনের প্রার্থীদের ব্যানার পোস্টার পরিষ্কারে কাজ করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ এলাকা পরিষ্কার হয়ে গেছে। দিনের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে।