নীলফামারীতে স্ত্রী কে হত্যার অভিযোগে স্বামী আটক
- আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৩৮১ বার পড়া হয়েছে
তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে ৩ ঘন্টার অভিযানে আটক করছে ডোমার থানা পুলিশ ।
আজ সকালে নীলফামারীর ডোমার উপজেলার আঠিয়াবাড়ি মাস্টায় এ ঘটনাটি ঘটে । স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান গতকাল রাত থেকে মাস্টার নির্মল চন্দ্র রায় ( ৩৫)ও তার স্ত্রী মেঘনা ( ৩০)রায়ের সাথে পারিবারিক কলোহ হয় এবং এক পর্যায়ে আজ সকালে নির্মল রায় তার স্ত্রীকে গলা চেপে ধরে হত্যা করে ঘরের ভিতরে কম্বল দিয়ে মুড়িয়ে রেখে পালিয়ে যায় এবং বিষয় টি আমরা জানতে পারলে থানায় অবগত করি এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বিষয় টি নিশ্চিত করে বলেন আজ সকালে আমরা খবর পাওয়া মাত্রা সেখানে যাই এবং সেখান থেকে মেঘনা রায়ের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক স্বামী নির্মলকে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে হরিণ চড়া ইউনিয়নের বুড়িরহাট এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তার নামে একটি হত্যা মামলা করে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।