নেত্রকোনার কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা
- আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ৩৯৫ বার পড়া হয়েছে
ডি এইচ রনি
নেত্রকোনার কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলায় আহত হয়েছেন বেশ ক’জন নেতাকর্মী। সোমবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৭টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের দুজন হলেন: উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ও চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলি খান।
তারা দুজনই সাবেক এমপি ট্রাক প্রতীকের আওয়ামী লীগ নেতা ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে প্রতীক পাওয়ার পর সন্ধ্যার পরে মাসকা বাজার থেকে একটি মিছিল বের করে ট্রাক সমর্থকরা। মিছিলটি নিয়ে কিছুদূর এগিয়ে গেলেই অতর্কিতে নৌকার স্লোগানে হামলা চালায়।
আহতদের অভিযোগ, নৌকার সমর্থকরা তাদের ওপর শুধু হামলাই করেনি। তাদেরকে বেধড়ক মারধরও করেছে। পাশাপাশি অফিসের চেয়ার এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় উল্টো পুলিশ তাদেরকে ধাওয়া করে সরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, যারা এরকম ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷