নোয়াখালীতে মিছিল-সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

- আপডেট সময় : ১০:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৩৪৫ বার পড়া হয়েছে

মো: ফাহাদ হোসেন
নোয়াখালী প্রতিনিধি
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দলের আমীর ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা জামায়াতের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুক অনুমতির ওই আবেদন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই (রোববার) সকাল ১০টায় নোয়াখালী প্রেস ক্লাব থেকে ওই কর্মসূচি পালনের কথা রয়েছে।
জামায়াতের সমন্বয়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সন্ধ্যায় বলেন, বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া যাবে না বলে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এখন দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।