ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পতিত জমিতে সবজি চাষে পুলিশের সফলতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ৩৭৩ বার পড়া হয়েছে

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

বৃটিশ আমল থেকে পড়ে থাকা পতিত জমিতে সবজি চাষে সফলতা পেয়েছে নীলফামারী জেলা পুলিশ। ” দেশের ১ ইন্চি জমিও যেন অনাবাদি না থেকে প্রধান মন্ত্রীর এমন নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পুলিশের বৃটিশ আমল থেকে পড়ে থাকা ২৫ বিঘা অনাবাদি জমিতে ( পতিত জমিতে) প্রাথমিক ভাবে সবজি চাষে বিপুল সফলতা পেয়েছে তারা।

এবিষয়ে সরজমিনে গিয়ে দেখা যায় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা নীলকুঠির পাশে বৃটিশ আমল থেকে পতিত হয়ে পড়ে থাকা জমিতে শসা, পেঁপে, করলা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া,, ঝিঙ্গা, বেগুম, মরিচ, পেঁয়াজ, পুইশাক, লাল শাক ডাটা শাক ,আলু, পটল ডেরস, রসুন ও ভুট্টা সহ নানা জাতের সবজি চাষ হচ্ছে নীলফামারীর নটখানায় পড়ে থাকা পুলিশের পতিত জমিতে । এসময় স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আমরা আমাদের বাব দাদাদের মুখে শুনে আসছি ও দেখে আসছি যে আমাদের নটখানায় নীলকুঠির পাশে বৃটিশ আমল থেকে অনাবাদি জমি হিসেবে পড়ে আছে এই ২৫ বিঘা জমি কেউ চাষাবাদ করেনি তবে আমাদের নীলফামারীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তাদের পড়ে থাকা অনাবাদি এই জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করছে এবং বিপুল সফলতা পেয়েছে যা আমরা কল্পনা করতে পারিনি যে উচু এই অনাবাদি জমিতে ফসল চাষ হবে আর এর সফলতা পাওয়া যাবে। তবে আমাদের মাননীয় পুলিশ সুপার তাদের পতিত এই জমিতে সবজি চাষে সফলতা পাওয়ায় এবং পতিত জমিতে সবজি চাষের চিন্তা করায় আর চেষ্টা করলে পতিত জমিতে ও যে ফসল চাষে সফলতা পাওয়া যায় এমন একটি উৎসাহ দেয়ায় ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য পুলিশ সুপার কে।
এবিষয়ে নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সাথে কথা হলে তিনি বলেন করোনা পরবর্তী সময়ে সারাবিশ্বে মন্দা অর্থনীতি অবস্থার কথা বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে বাংলাদেশের কোন জমি যাতে পতিত না থাকে। সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি স্যার ও আমাদের নির্দেশনা দিয়েছেন যে যেখানেই পুলিশের পতিত জমি আছে সেখানেই ফসল ফলাতে হবে তাই আমরা সেই নির্দেশনা মোতাবেক নীলফামারীর নটখানা নীলকুঠির পাশে বাংলাদেশ পুলিশ নীলফামারীর পতিত থাকা ২৫ বিঘা জমিতে আমরা সবজি চাষ করি এবং তার সফলতা পেয়েছি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পতিত জমিতে সবজি চাষে পুলিশের সফলতা

আপডেট সময় : ০৯:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

বৃটিশ আমল থেকে পড়ে থাকা পতিত জমিতে সবজি চাষে সফলতা পেয়েছে নীলফামারী জেলা পুলিশ। ” দেশের ১ ইন্চি জমিও যেন অনাবাদি না থেকে প্রধান মন্ত্রীর এমন নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পুলিশের বৃটিশ আমল থেকে পড়ে থাকা ২৫ বিঘা অনাবাদি জমিতে ( পতিত জমিতে) প্রাথমিক ভাবে সবজি চাষে বিপুল সফলতা পেয়েছে তারা।

এবিষয়ে সরজমিনে গিয়ে দেখা যায় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা নীলকুঠির পাশে বৃটিশ আমল থেকে পতিত হয়ে পড়ে থাকা জমিতে শসা, পেঁপে, করলা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া,, ঝিঙ্গা, বেগুম, মরিচ, পেঁয়াজ, পুইশাক, লাল শাক ডাটা শাক ,আলু, পটল ডেরস, রসুন ও ভুট্টা সহ নানা জাতের সবজি চাষ হচ্ছে নীলফামারীর নটখানায় পড়ে থাকা পুলিশের পতিত জমিতে । এসময় স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আমরা আমাদের বাব দাদাদের মুখে শুনে আসছি ও দেখে আসছি যে আমাদের নটখানায় নীলকুঠির পাশে বৃটিশ আমল থেকে অনাবাদি জমি হিসেবে পড়ে আছে এই ২৫ বিঘা জমি কেউ চাষাবাদ করেনি তবে আমাদের নীলফামারীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তাদের পড়ে থাকা অনাবাদি এই জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করছে এবং বিপুল সফলতা পেয়েছে যা আমরা কল্পনা করতে পারিনি যে উচু এই অনাবাদি জমিতে ফসল চাষ হবে আর এর সফলতা পাওয়া যাবে। তবে আমাদের মাননীয় পুলিশ সুপার তাদের পতিত এই জমিতে সবজি চাষে সফলতা পাওয়ায় এবং পতিত জমিতে সবজি চাষের চিন্তা করায় আর চেষ্টা করলে পতিত জমিতে ও যে ফসল চাষে সফলতা পাওয়া যায় এমন একটি উৎসাহ দেয়ায় ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য পুলিশ সুপার কে।
এবিষয়ে নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সাথে কথা হলে তিনি বলেন করোনা পরবর্তী সময়ে সারাবিশ্বে মন্দা অর্থনীতি অবস্থার কথা বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে বাংলাদেশের কোন জমি যাতে পতিত না থাকে। সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি স্যার ও আমাদের নির্দেশনা দিয়েছেন যে যেখানেই পুলিশের পতিত জমি আছে সেখানেই ফসল ফলাতে হবে তাই আমরা সেই নির্দেশনা মোতাবেক নীলফামারীর নটখানা নীলকুঠির পাশে বাংলাদেশ পুলিশ নীলফামারীর পতিত থাকা ২৫ বিঘা জমিতে আমরা সবজি চাষ করি এবং তার সফলতা পেয়েছি ।