পরিচয় মিললো মৃত শতবর্ষী ময়েজ উদ্দিনের
- আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে
মোঃ সায়েদুজ্জামান (মুক্তাগাছা ময়মনসিংহ) প্রতিনিধি:
কথায় বলে ‘মৃত্যু বলে কয়ে আসে না’ ! আত্মীয় বাড়ি থেকে জীবিত নয়, লাশ হয়ে ঘরে ফিরলেন শতবর্ষী ময়েজ উদ্দিন।
স্থানীয় পুলিশ প্রশাসন, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যা য়,মুক্তাগাছা থানাধীন কাশিমপুর গ্রামের ময়েজ উদ্দিন গতকাল একই থানার চেচুয়া বাজার এলাকার আত্মীয় বাড়ি থেকে বেলা আনুমানিক ২.৩০ মিনিটের দিকে ফেরার পথে চেচুয়া-কালিবাড়ী সংযোগ সড়কের পথিমধ্যে তার দুঃখজনক মৃত্যু ঘটে । সূত্র জানায়,ময়েজ উদ্দিন কালি বাড়ী বাজারের সন্নিকটস্থ পারুলীতলা বেপারী পাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সা কে সাইড দেওয়ার সময় তাকে বহনকারী ব্যাটারী চালিত অটোরিকশা’র একটি চাকা ভেঙে পাশের খাদে পড়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তড়িঘড়ি করে আহত ময়েজ উদ্দিন কে মুক্তাগাছা উপজেলা কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । মৃত ময়েজ উদ্দিনের একমাত্র ছেলে মোঃ জিয়াউল হক (২৬) এর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি প্রদান করে মুক্তাগাছা থানা পুলিশ ।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার ও নিহত ময়েজ উদ্দিনের পরিবার সদস্যদের সাথে গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
ময়েজ উদ্দিনের এহেন দুঃখজনক মৃত্যুতে পরিবার,আত্মীয় স্বজনসহ এলাকায় শোকের আবহ বিরাজ করছে !
উল্লেখ্য,হতভাগ্য ময়েজ উদ্দিন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত আঃ জব্বারের
বড় ছেলে ,একমাত্র ছোট ছেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কয়েক বছর আগেই !
বালি,ইটসহ ভারী মালবাহী লড়ি, ট্রাক চলাচল ও রাস্তা সংলগ্ন পুকুর থাকায় শুকনা তো বটেই বর্ষা মৌসুমে সড়কের মারাত্মক ক্ষতিসাধন হওয়ায় প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে স্থানীয় ভুক্তভোগীদের অভিমত ।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম সাহেব ভারী যানবাহন চলাচল,সড়ক সংলগ্ন অপরিকল্পিত পুকুর ও মৎস্য খামার স্থাপন ও সড়কের ক্ষতিগ্রস্ত অংশের পুনঃসংস্কারে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন ।