পাঁচববিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে রবি ২০২৩-২৪ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, মসুর,পেঁয়াজ, ভুট্টা, মুগ ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান আজ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনয়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি উপজেলার যৌথ আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পু্রহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড:সামছুল আলম দুদু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণোদনাপ্রাপ্ত কৃষক ফরিদুল ইসলাম। শেষে অত্র উপজেলার ৮ হাজার ৯ শত ৭৫ জন(বিঘা) প্রান্তিক কৃষকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কৃষি প্রণোদনার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করেন প্রধান অতিথি।