পাঁচবিবিতে অবৈধ বিদ্যুত সংযোগের তারে জড়িয়ে মহিলার মৃত্যু

- আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ বিদ্যুত সংযোগের তারের সাথে জড়িয়ে দেলোয়ারা বেগম (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। দেলোয়ারা নামা বাশখুর গ্রামের আজাহার আলীর স্ত্রী।
গ্রামবাসীরা জানায়, আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের কয়েকজন যুবক একই গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মাজেদ (৪০) এর বাড়ী থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ টেনে পার্শ্ববর্তী হারাবতী নদীতে মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরছিল। এসময় নামা বাঁশখুর গ্রামের আজাহার আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ঘাঁস কাটার জন্য নদীর ওপারে যাওয়ার সময় তাদের টানানো বিদ্যুতের ফাটা তাঁরে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে মৎস্য শিকারি ওই যুবকরা মহিলাকে টেনে নিয়ে আসার সময় ভ্যান চালকের চিৎকারে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
এই সংবাদ পেয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।