পাঁচবিবিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ শুক্রবার বিকেলে পাঁচমাথা স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি ও প্যানেল মেয়র নূর হোসেন । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ও প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ। সভার মধ্যভাগে প্রয়াত আওয়ামীলীগের নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দানেজপুর দলীয় অফিস থেকে এক অনুরূপ কর্মসূচি পালন করা হয়।