পাঁচবিবিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পু্রহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ রবিবার বিকেলে স্থানীয় বারোয়ারী চত্বরে অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল।উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পু্রহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু প্রমুখ। সভার পূর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মন্ডলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।