পাঁচবিবিতে আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ৩৪৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমরিকার নির্যাতিত নিপিড়ীত গণমানুষের মজলুম নেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । প্রতি বছরের ন্যায় এ উপলক্ষ্যে আজ ১৭ নভেম্বর শুক্রবার দুপুরে মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত বীরনগর গ্রামে মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদ বিনগরের আয়োজনে বীরনগর গ্রামে আলেমা ভাসানীর মুসাফির খানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে । সভাপতিত্ব করেন ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বিষু। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ,জয়পুরহাট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা ভাসানীর নাতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আবু তালেব চৌধুরী বাবু ,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী ,সাবেক প্রাথমিক শিক্ষক সাঈদ ইবনে আলী ও এলাকাবাসী আশরাফ আলী প্রমুখ । দ্বিতীয় পর্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন জামিউল উলুম কওমি মাদ্রাসা পাঁচবিবির মোহতামিম মাওঃ মুফতি জুবায়ের মাহমুদ। শেষে আগত অতিথি ও গ্রামবাসীদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।