পাঁচবিবিতে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ৩৮৪ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ আজ সোমবার বেলা ১২টায় উক্ত মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান। ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উচনা দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মালেক,কড়িয়া মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক আবুল কাশেম দেওয়ান ও ধরঞ্জী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন প্রমুখ। সমবেত কন্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা । বিদায়ী বক্তব্য পাঠ করেন,আলিম প্রথম বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানা।বিদায় গ্রহণ করে বক্তব্য রাখেন,আলিম পরীক্ষার্থী বিদায়ী ছাত্রী মোছাঃ কুলসুমা আক্তার। এরপর আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা আলিম দ্বিতীয় বর্ষের বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল ও উপহার দিয়ে অশ্রু সিক্ত নয়নে শুভেচ্ছা ও বিদায় জানান।
শেষে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের উপহার ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও অতিথিবৃন্দ। অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান জানান,এবার ২০২৩ সালে অত্র মাদ্রাসা থেকে ৫৯জন বিদায়ী আলিম ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়াও দাখিলে ৫৪ জন শিক্ষার্থী সকলেই উত্তীর্ণ হওয়ায় অত্র মাদ্রাসা শতভাগ পাশ করে জয়পু্রহাট জেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে।