পাঁচবিবিতে এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩১২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামিদুল ইসলাম নামের এক কৃষকের ১০ শতক জমির শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ঐ কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ফসল ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর কৃষক হামিদুল ইসলামের দায়ের করা মামলায় বিবাদমান সম্পত্তিতে আইন শৃংখোলা বজায় রাখার স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪৪/১৪৫ ধারা জারি করেছে। মোকদ্দমা নং ১৫৯/পি ২৪ (পাঁচ)।
কৃষক পশ্চিম কড়িয়া গ্রামের হামিদুল ইসলামের অভিযোগে জানা যায়, গত ২০০৩ সালের ১৪ অক্টোবর কড়িয়া মৌজার ৯৩৪ নং খতিয়ানের ১৪৭৮ দাগের ১০ শতক জমি তার পিতা ছৈমুদ্দিনের নিকট থেকে রেজিঃ দলিল মূলে ক্রয় করে চাষাবাদ করে আসছেন।
এমতবস্থায় ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের ছৈমুদ্দিনের পুত্র সোবাহান, সোবাহানের পুত্র ছালাম, বাবু, হামিদুল, জুয়েল সহ প্রায় ১৫/২০ জন ইউপি সদস্যের কথা অমান্য করে কলাগাছ গুলো কেটে জমির পাশে পাতা দিয়ে ঢেকে রাখেন এবং জমিটি দখলে নিয়ে তিল বীজ বোনেন।
এ বিষয়ে প্রতিপক্ষ জুয়েল বলেন, জমিটি আমাদের শরিকানা সম্পত্তি। হামিদুল অন্যায় ভাবে দখলে নিয়ে চাষাবাদ করে আসছে। এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম্য শালিশ ডাকে। মৌসুম শেষে কলা গাছ তুলে নেওয়ার পর জমিটি ছেড়ে দেওয়ার জন্য রায় দেন চেয়ারম্যান।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।