পাঁচবিবিতে এক মানব প্রেমিকের ব্যতিক্রমী কম্বল বিতরণ
- আপডেট সময় : ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৩৫৪ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
তিনি কোন এমপিও নন, মন্ত্রীও নন কিংবা চেয়ারম্যানও নন। নন কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই মোটরসাইকেল চালিয়ে রাস্তায়,পাড়া,মহল্লায় ঘুরে ঘুরে পাঁচবিবিতে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ব্যতিক্রম আঙ্গিকে কম্বল বিতরণ করে যাচ্ছেন এক মানব প্রেমিক ও মানব দরদী ব্যক্তি খাইরুজ্জামান চৌধুরী। বাড়ি তার মাতাইশ মঞ্জিল মহল্লায়। চৌধুরী পরিবারের সন্তান। তিনি কোন এমপিও হতে চান না,চেয়ারম্যানও হতে চান না। প্রতি বছরই তিনি এভাবেই কম্বল বিতরণ করে থাকেন। এবারও তার কোন ব্যতিক্রম হয়নি।প্রতিদিন ফজরের নামাজ শেষে মোটরসাইকেলে চালিয়ে কম্বল নিয়ে বের হন এলাকায়। দেখা যায়, সকাল সন্ধ্যা তার মোটরসাইকেলে ও ব্যাগে কম্বল। তিনি যাকে কম্বল দেয়ার উপযুক্ত মনে করেন তাকেই তিনি কম্বল দেন। চাইলেও পাবেন না। চৌধুরী খায়রুজ্জামান এর সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞেস করলাম,এবছর কয়টি কম্বল দিচ্ছেন প্রতি উত্তরে তিনি বললেন,তা বলবো না। আমি এমপিও হতে চাই না, মন্ত্রীও হতে চাইনা। যতদিন খুশি দিয়ে যাবো আবার যে কোন মুহূর্তে বন্ধ করেও দিতে পারি। সম্পূর্ণ আমার অভিরুচি।