পাঁচবিবিতে কাঁটাপুকুর দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৩৩৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁটাপুকুর দাখিল মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠান আজ সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি প্রভাষক মেশকাত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারি প্রকৌশলী (শিক্ষা) বায়েজিদ বোস্তামী, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, এন.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অবঃ) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহের নিগার শিউলি, উপজেলা আ.লীগ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, কাঁটাপুকুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হক, পৌর আ.লীগ সভাপতি এস.কে আব্দুল হক প্রমুখ। সভাশেষে ফলক উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। গত ৪ঠা মার্চ ২০২০ সালে জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয় বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে।