পাঁচবিবিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে গাঁজা সেবনরত অবস্থায় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ সদস্য গ্রেফতার হয়েছে ।
তারা হলো,উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র আরিফুর রহমান টিটু (২৫), বেলাল হোসেনের পুত্র টুটুল মিয়া (২১),পূর্ব বালিঘাটা গ্রামের গীরেন রায়ের পুত্র শ্রী জনি রায় (১৯), বালিঘাটা বাজার এলাকার আবু বকর সিদ্দিকের পুত্র কাওসার মন্ডল (২০), পূর্ব বালিঘাটা গ্রামের সন্তোষ রায়ের পুত্র শ্রী উজ্জল রায় ও পশ্চিম বালিঘাটা গ্রামের শেখ ফরিদের পুত্র নাজমুল হাসান (১৯)।আজ বৃহস্পতিবার তাদের মামলার মাধ্যমে পাঁচবিবি থানায় সোপর্দ করা হলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,বুধবার দিবাগত রাতে উপজেলার বালিঘাটা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।