পাঁচবিবিতে খাট থেকে বটির উপর পড়ে ৭ বছরের কন্যা শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে খাট থেকে বটির উপর পড়ে ৭ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
তার নাম হাফছা বানু (৭)।রবিবার ভোরে ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে । হাফছা জয়পুরহাট সদর উপজেলার জামতলী গ্রামের হাফিজুল ইসলামের কন্যা। হাফছার মা ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করার কারণে সে তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়ীতে বসবাস করছিল।
নিহতের পরিবার জানায়, গত শনিবার দিবাগত রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ খাটের নিচে রাখা বটির উপর পড়ে যায়। এতে তার পেটের ডান দিকে বটির আগা ঢুকে যায় এবং মাথায় আঘাত লাগে। তার নানা মতিয়ার রহমান তাৎক্ষণিকভাবে স্থানীয় কড়িয়া বাজারের ঔষধ বিক্রেতা মামুনকে খবর দিলে সে এসে ক্ষতস্থানে ৪টি সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেন। এ অবস্থায় রবিবার ভোরে শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদ পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কে এ এম মামুন খান চিশতি ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।