পাঁচবিবিতে খেলোয়ার কল্যাণ সমিতির মিলন মেলা ও ট্রাকসুটের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০২:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৫৬ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির ফুটবল খেলোয়ারদের কৃতিত্বপূর্ণ অর্জনে মিলন মেলা ও ট্রাকসুটের জাঁকজমকপূর্ণ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো।
গত ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় পাঁচবিবির পাঁচমাথা রোহানী চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতল ভবনে বিজয়ী খেলোয়ারদের আগমনে পরিণত হয় যেন একটি মিলন মেলায়। এ সময় পাঁচবিবি খেলোয়ার কল্যান সমিতির উদ্যোগে ট্রাকসুটের মোড়ক উন্মোচন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ক্রীড়াবীদ আলহাজ্ব মোঃ মুনজুরুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও ক্রিড়াবীদ এস এম রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ,পাঁচবিবি থানার এস আই আনিসুর রহমান আনিস,ইবনে সিনা ঢাকা কল্যাণপুরের কর্মকর্তা ও খেলোয়ার কল্যাণ সমিতির উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু,বিশিষ্ট ক্রীড়াবীদ নজরুল ইসলাম ও কৃতি খেলোয়ার তাপস রায় প্রমুখ। খুব অল্প সময়ে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াররা বিভিন্ন জেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করে এ পর্যন্ত ৩০টিরো অধিক চ্যাম্পিয়নশীপ ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় পাঁচবিবি পৌরসভার পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি। শেষে আগত খেলোয়ার ও অতিথিবৃন্দদের মাঝে রাতের ডিনারে চাইনিজ খাবার পরিবেশন করা হয।