পাঁচবিবিতে গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৩৬৫ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
২১শে আগস্ট নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে এক আলোচনা সভা দোয়া মাহফিল আজ সোমবার সকালে পাঁচবিবি পৌর ছাত্রলীগের উদ্যোগে রেলস্টেশন সংলগ্ন ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু। পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ পারভেজ সৌরভ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক ছাত্রলীগ নেতা ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক সুভাষ চন্দ্র দাস,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সৈকত আলী,যুগ্ম সম্পাদক (১ নং)
শামীম আহমেদ স্বপন,যুগ্ন সম্পাদক(২ নং) মাহফুজ হাসান সেতু,সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম হোসেন, প্রমুখ। শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের খতিব আব্দুল লতিফ।