পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩০৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুকান্ত বর্মন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে ৯টায় উপজেলার বাগজানা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে চম্পাতলি হঠাৎপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী ছানা বর্মনের পুত্র। বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, সকালের দিকে নিহত যুবক বাগজানা রেল ষ্টেশনের দক্ষিণে চস্পাতলী হঠাৎপাড়া নামক স্থানে রেল লাইনের আশে পাশে ঘুরাঘুরি করছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছিলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি আপনার নিকট থেকে অবগত হলাম। এব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।