পাঁচবিবিতে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ নাট্যকর্মী নওজেস আলী
- আপডেট সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
চিরনিদ্রায় শায়িত হলেন জয়পুরহাটের পাঁচবিবির প্রবীণ যাত্রা-নাট্যকর্মী নওজেস আলী আকন্দ (৭০)। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোররাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর পুটারবিল গ্রামের বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে পাঁচবিবি উপজেলাসহ জয়পুরহাটের আশেপাশের জেলায় নাটক ও যাত্রাপালায় অভিনয়ের জন্য সু-পরিচিত ও বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ছিলেন। এছাড়া তিনি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক পদে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুল, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক উল্লাস কুমার হাজরা, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ছায়েম উদ্দিন সরদার প্রমুখ।