পাঁচবিবিতে ছমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

- আপডেট সময় : ১২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে ছমিরন নেছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় পৌর শহরের সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১আসনের এমপি সামছুল আলম দুদু । বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সিরাজুল ইসলাম। সহকারী শিক্ষক শেহের শিমুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম,থানার অফিসার্স ইনচার্জ জাহিদুল হক,পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খালেকুল ইসলাম বকুল প্রমুখ। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম জানান,এই দ্বিতল ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ লক্ষ ৪৯ হাজার ৬৩৮.৩৯৭ টাকা। ৪তলা ভীত বিশিষ্ট এই দ্বিতল ভবনটি হবে দেখার মত, খুবই দৃষ্টিনন্দন।