পাঁচবিবিতে ছোট যমুনা নদী উপর মাওরিতলা ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৩১৯ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যুমনা নদীর উপর ঐতিহ্যবাহী মাউরিতলায় প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে নতুন পিএসসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর বৃহস্প্রতিবার বিকেলে সার্পোটিং রুলাল ব্রিজ প্রকল্পের আওতায় ও এলজিইডির বাস্তবায়নে পাঁচবিবির পাঁচমাথা টু-শালপাড়া সড়কের মাউড়িতলায় ছোট যমুনা নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের জন্য বড় মানিক তিনমাথা মোড়ে ভিত্তি প্রস্তর স্হাপনের মাধ্যমে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি ।
এ উপলক্ষ্যে বড়মানিক ঈদগা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক মন্ডল ।পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুলের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জিহাদ মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম , আয়মা ইউপি চেয়ারম্যন মামুনুর রশিদ মিল্টন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হক প্রমূখ । আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে হক , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালেকুল ইসলাম বকুল, বন্ধনে নির্বাহী পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু সহ আরো অনেকে । এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম জানান, দৃষ্টিনন্দন হবে এই ব্রিজটি। ২৪-২৫ সালের মধ্যেই নির্মাণ সম্পন্ন করা হবে । এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫৭ লক্ষ টাকা।