পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৪০১ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ”, এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন ও উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে উপজেলার ২৫ জন সফল মৎস্য চাষীকে মূল্যায়ন পুরস্কার প্রদান করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন,টাকা আছে কিন্তু বাজারে আপনার চাহিদা মত মাছ নেই। তাহলে টাকা থেকে লাভ কি? এই জন্য সাধারন মানুষ ও মৎস্যচাষীদের মাঝে গ্রামে গ্রামে জন-সচেতনতামুলক প্রচার কার্যক্রম চালিয়ে যেতে হবে। সর্বোপরি মাছের উৎপাদন বাড়াতে হবে এবং মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে।