পাঁচবিবিতে জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৭:৩২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তার সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আলম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সানোয়ার হোসেন ও এটিএম মোজাম্মেল আজিজ দুলাল প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আলম বলেন,সরকার মরহুম মুক্তিযোদ্ধাদের কবর বাধায় কার্যক্রম হাতে নিয়েছে।এছাড়াও এই অক্টোবর মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির জন্য মুক্তিযোদ্ধাদের আবেদন করতে বলেন। তাহলে যাচাই বাছাই করে ডিসেম্বরের মধ্যে এর কার্যক্রম বাস্তবায়ন হবে বলে জানান তিনি।শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।