পাঁচবিবিতে তেল ও পাথরবাহী ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত
- আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩২৫ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে তেলবাহী লরি ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে। আজ বুধবার ৩ জুলাই সকাল ১০টায় হিলি- জয়পুরহাট সড়কের পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সম্মুখে এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাহা গ্রামের আছানুর রহমানের পুত্র রুবেল হোসেন(৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টুঙ্গুয়া গ্রামের সুখলালের পুত্র সুজন(৩০) আহত হয়।
তাদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার হিলি থেকে ছেড়ে আসা পদ্মা অয়েলের একটি লড়ি এবং জয়পুরহাট থেকে একটি পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সামনে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ গুঁড়িয়ে ড্রাইভার সেখানে আটকে পড়ে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আটকে পড়া ড্রাইভার হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এসময় জয়পুরহাট – হিলি মেইন রোডের এ দূর্ঘটনার কারনে দীর্ঘ ২ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিড়ম্বনায় পড়েন দুরপাল্লার যাত্রীরা।
এ অবস্থায় পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক পর্যায় আসে।