পাঁচবিবিতে দারুল ইসলাহ্ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ
- আপডেট সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ একাডেমীর আয়োজনে আজ (৪ঠা মার্চ) সোমবার দুপুরে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল-মাহবুব চন্দন, জেলা আ,লীগের যুগ্ন-সম্পাদক মীর রেজাউল করিম, কাউন্সিলর আমজাদ হোসেন ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন,অভিভাবকগণ ও শিক্ষক/শিক্ষার্থীরা। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।