পাঁচবিবিতে দারুল ইসলাহ একাডেমীর শিক্ষার্থীদের সাফল্য
- আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি :
চলতি ২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জয়পুরহাটে পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছরের ন্যায় এবারও সফলতার সহিত ৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮১জন পাশ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
জানা যায়,১৯৯৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে শিক্ষার্থীরা। নানান সমস্যা নিয়েই চলছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের দাবী,সরকার এই প্রতিষ্ঠানে একটি আধুনিকমানের একাডেমী ভবন নির্মাণ করে দিক। এছাড়াও পড়ালেখার মান ভালো হয় এলাকার অনেক অভিভাবক প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি সন্তুষ্ট।তারা তাদের আদরের সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করান ভালো রেজাল্টের জন্য। আতাউর রহমান লিটন নামের একজন অভিভাবক (এনজিও প্রতিনিধি) বলেন, আমার মেয়েও এ প্রতিষ্ঠান থেকে জিপিও-৫ গোল্ডেন পেয়ে পাশ করেছে। প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারী ভালো। যত্বন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করান। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় আদব-কায়দায় চলাফেরা করার জন্য তাগিদ দেন বলেও জানান তিনি।
দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার জানান,২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৮৩’জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৮১’জন পাশ করেছে। এরমধ্যে ৩’জন শিক্ষার্থী অধিক নম্বর (১,২২৩) এবং ৫’জন গোল্ডেন প্লাস সহ ১৮’জন জিপিও-৫ সহ পাশ করেছে ।