পাঁচবিবিতে দৈনিক করতোয়ার ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৪০০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
১২ ই আগস্ট-২০২৩ দৈনিক করতোয়ার ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ শনিবার বেলা ১১ টায় পাঁচবিবি প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিনিধির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,প্রেসক্লাবের সহ-সভাপতি ও করতোয়ার বাগজানা প্রতিনিধি দুলাল অধিকারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায়,অধ্যাপক আজাদ আলী,আব্দুল হাই,সাবেক সম্পাদক সজল কুমার দাস,দিলদার হোসেন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুমন চৌধুরী,
আবু হাসান, সুলতান মাহমুদ, শাহজালাল দেওয়ান, আব্দুল কাইয়ুম,শফিকুল আলম চৌধুরী বিপ্লব, আবু হাসান, জহুরুল ইসলাম জুয়েল, বাবুল হোসেন ও দবিরুল ইসলাম প্রমূখ। শেষে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক তালুকদার লালুর অসুস্থতায়
আশু-রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।সভার পূর্বে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।