পাঁচবিবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও আয়মা জামালপুর গ্রামের হাজী মনসের আলী মন্ডলের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৬ আগস্ট শনিবার রাতে (বাদ এশা) পৌর শহর বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন রওশন প্লাজা প্রাঙ্গণে হাজী মনসের আলী পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জেম মাওঃ জামিল হোসেন। উপস্থিত ছিলেন,আয়োজক মরহুম হাজী মনসের আলী মন্ডলের একমাত্র নাতি অ্যাডিশনাল ডেপুটি কমন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশের ১৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের সদস্য মোঃ গোলাম রব্বানী বাবু,বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাইজুল ইসলাম প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারবর্গের উদ্দেশ্যে রুহের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানা যায়,হাজী মনসের আলী মন্ডল ছিলেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও অন্যতম সদস্য। শেষে পাঁচবিবির বিখ্যাত আনারস ও রাজশাহীর বিখ্যাত আম দিয়ে জুসসহ আগত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।